মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। বিশ্বকাপে শেষ ম্যাচটি খেলে ফেলেছে। ইংল্যান্ড নারী ক্রিকেট দলের কাছে ১০০ রানে হেরে এই মিশন শেষ হয়েছে। তবে বিশ্বকাপ স্মরণীয় হয়েছে। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই একটি জয় পেয়েছে। সেই জয়টিই পাকিস্তানের বিপক্ষে মিলেছে। পাকিস্তানকে আবার পেছনে ফেলে, পাকিস্তানের উপরে থেকেই বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। ৮ দলের বিশ্বকাপে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থাকে পাকিস্তান।
এক ধাপ উপরে, ৭ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। ৭ ম্যাচের মধ্যে ১টিতে জিতেছে বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে বাংলাদেশ। এরপর পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবার খেলতে নেমে প্রথম জয় পেয়ে যায়। এরপর আর কোন জয় মিলেনি। তবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে ভুগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে হারে। জয়ের কাছে গিয়েও হার হয়। ভারতের কাছে ১১০ রানে হারে।
সবচেয়ে বড় হারটি হয় ভারতের কাছেই। অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হার হয়। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছেও বড় হার হয়। বিশ্বকাপের শেষটা অবশ্য রাঙাতে পারেনি বাংলাদেশ। আশা ছিল ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করেই বিশ্বকাপ মিশন শেষ করবে বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানেই হার হয়েছে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৪ রান করে ইংল্যান্ড। সোফিয়া ডাঙ্কলি ৬৭ রান করেন। শুরুতে অবশ্য ইংল্যান্ডকে চাপে ফেলা যায়। ২৫ রানে ২ উইকেট তুলে নেওয়া যায়।
কিন্তু এরপর আর কুলিয়ে ওঠা যায়নি। বাংলাদেশের সালমা খাতুন ২ উইকেট শিকার করে নেন। জবাবে ৪৮ ওভারে ১৩৪ রান করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। লতা মন্ডল ৩০ এবং শামিমা সুলতানা ও শারমিন আক্তার ২৩ রান করে করেন। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ২২ রান। শুরুটা ভালোই হয়। দুই ওপেনার মিলে দলকে ৪২ রানে নিয়ে যান। এরপর যে শারমিন আউট হন, ভরাডুবি শুরু হয়ে যায়। এরপর আর এমন জুটি গড়াই যায়নি। সোফি ও চারলি ডিন ৩টি করে উইকেট নেন।