বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে রোববার সকালে উপজেলা লতিফপুর এলাকায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, আব্দুল রশিদ নামে ওই ব্যক্তি উপজেলার হাবিবপুর এলাকায় সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করে। পরে সেখানে বাড়ির কাজ শুরু করলে ওই এলাকার মিজানুর রহমান সহ ৫ থেকে ৮ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির কাজ বন্ধ করে দেয়। এসময় ওই ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা দাবি করে। এসময় এলাকায় সেলিম নামে এক ব্যক্তি বিষয়টি নিয়ে মীমাংসায় বসলে আব্দুল রশিদকে ৫ লাখ টাকায় মিমাংসা করে দেয়। ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে বাড়ি কাজ পূণরায় শুরু করে। এরই মধ্যে বাকি টাকার জন্য ফের কাজ বন্ধ করে দেয় ওই মিজানুর রহমান। এঘটনায় রশিদ বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই ঘটনায় রোববার সকালে উপজেলার লতিফপুর এলাকায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার সদস্যরা। সংবাদ সম্মেলনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন বক্তারা।