শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

পাঁচশ টাকায় গুগলের ফোর-জি ফোন!

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক::

মোবাইল দিয়ে শুধু যারা কথা বলেন তাদের পছন্দ এখনও সেই ফিচার ফোন। সেসব ব্যবহারকারীদের কথা ভেবেই বাজারে নতুন ফিচার ফোন নিয়ে এল গুগল। যদিও তা মোটেও সাধারণ নয়।

উইজফোন ডব্লিউপি০০৬ মডেলের এই ফোনটি বাজারে এনেছে গুগল। ফোর-জি কানেক্টিভিটির সুবিধা আছে এই ফোনে। ফোনটিতে কাইওএস প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্যেও থাকবে একটি আলাদা বাটন। এর মাধ্যমে গুগলের সাহায্যে ভয়েস কল করা, গান শোনা বা কিংবা ভিডিও দেখা যাবে। পাঠানো যাবে মেসেজও।

গুগলের এই নয়া ফোনের মডেলটি প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার গুগল টিম। এতে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউব। ফোনটির ব্যাটারি ১৮০০ এমএএইচ। একবার চার্জ দিলে দীর্ঘ সময় চলবে ফোনটি। ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ উইজফোন ডব্লিউপি০০৬ হ্যান্ডসেটটির র‌্যাম ৫১২ এমবি। এছাড়াও এক্সটারনাল মেমোরি কার্ডের ব্যবহারে বাড়িয়ে নেওয়া যাবে স্টোরেজের ক্ষমতা।

যদিও এই মোবাইলের ক্যামেরার মান তেমন উন্নত নয়। ফোনের পিছনের ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের এবং সেলফি তোলার জন্য রয়েছে ভিজিএ ক্যামেরা।

কিন্তু এই ফোনের আসল চমক রয়েছে দামে। মাত্র ৫০০ টাকার বিনিময়েই পাওয়া যাবে গুগলের এই উইজফোন ডব্লিউপি০০৬ মডেলের ফোন। সূত্র: আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com