বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

পাঁচজনের প্রয়োজন হয় শ্রীলেখার

কোথাও অনুচিত দেখলেই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেন শ্রীলেখা মিত্র । সেই সঙ্গে ঝাড়েন ক্ষোভ । ছাড় দেন না কাউকে । পাশাপাশি স্পষ্ট বলেন তিনি । এজন্য অবশ্য বিড়ম্বনায় পড়তে হয় । মাঝে মাঝেই তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয় । এতে ত্যক্ত বিরক্ত অভিনেত্রী দিলেন কড়া জবাব । জানালেন, একসঙ্গে পাঁচজন প্রয়োজন হয় তার ।

কোনও এক সময় কোনও কথার প্রেক্ষিতে হয়তো অভিনেত্রী বলেছিলেন ‘একসঙ্গে পাঁচজন দরকার’ তার । সেই উক্তিকে নানাভাবে প্রচার করা হচ্ছে । এবার সেই বিকৃত পোস্টগুলোরই কটাক্ষ করে জবাব দিলেন শ্রীলেখা ।

নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে তিনি খাটে শুয়ে, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তার চারপেয়ে সন্তানেরা । এটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে । এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো । ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হল আমার বিগল । সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়েছে । ফলে তিনি বাড়িতে যে সত্যিই পাঁচজনের সঙ্গে থাকেন সেটা দেখিয়ে দিলেন আর এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয, এগুলো তার পোষ্য ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com