বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় সোমবার দুপুরে রফিক রাজু স্কুলের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের গাজীপুর জেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এল এল বি রাসেল মিয়া। আলোচনা সভায় সঞ্চালনা করেন আমীর খান।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস মোঃ আবুল কাশেম, উপজেলার বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মাহবুব আলম। বাংলাদেশ জাতীয়তাবাদীর পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্যনির্বাহী কমিটি রহমত আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ আলম, পৌরসভার ৫নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়ারত হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা শাখার সৈয়দ মোঃ রফিকুল ইসলাম। পরে গাজীপুর জেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের আহবায়ক মুসলেউদ্দিন সদস্য সচিব বুলবুল আহমেদ শিকদার করে একটি কমিটি ঘোষণা করা হয়।