বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু !

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নাজমুল হাসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) রহস্যজনক মৃত্যু হয়েছে !

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন, বিকেলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার নিজ বাসায় স্বামী-স্ত্রী উভয়ই অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নাজমুল হাসানকে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মারা যান।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি মুন্সী সাব্বির আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com