রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রির অভিযোগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গত তিন দিন ধরে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়েছেন তারা।
সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের শ্রমিকরা। এ সময় চারটি কাউন্টার ভাঙচুর করা হয়। গত তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে লালমনিরহাটে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরাতন কমিটি দিয়ে চলছে লালমনিরহাট বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। পুরাতন কমিটির সভাপতি ও সম্পাদক শ্রমিকদের কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন শ্রমিকরা। শ্রমিকদের একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুল ইসলাম। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান কমিটির সম্পাদক বুলবুল আহমেদ।
এদিকে জমি বিক্রির দলিল দিয়ে গত ৬ মার্চ সাধারণ শ্রমিকরা সদর থানায় সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। এছাড়াও পুরাতন ও মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তের দাবিতে রোববার (২০ মার্চ) দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শ্রমিকরা। এ সময় বর্তমান কমিটি বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। ওই দিন রাত ৮টার দিকে বর্তমান কমিটির কয়েকজন শ্রমিক শহরে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে থাকা শ্রমিকরা বিনিময় ফিলিংস স্টেশনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এদিকে মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক বুলবুল আহমেদের ওপর হামলা করে সাবেক সভাপতি আমিনুল ইসলামের অনুসারীরা। এ খবর ছড়িয়ে পড়লে বুলবুলের সমর্থকরা মিছিল বের করে বুড়িমারী এক্সপ্রেস, নাভিলা পরিবহন, হাজী পরিবহন ও সাদ্দাম পরিবহনের কাউন্টারে ভাঙচুর করে। এ ঘটনার জেরে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম জানান, দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।