রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের বাজার মনিটরিং

মো:সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে শহরের নিউমার্কেট এলাকায় ফলের দোকান, পোশাকের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার, বারি প্লাজা শপিংমল, মাছরাঙা সুপার শপ এবং আড়ং শপিংমল মনিটরিং করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি অফিসার বজলুর রশীদ প্রমূখ।

বাজার মনিটরিং এর সময় শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা “ব্যবসায়ীরা গরিবের বন্ধু, বন্ধুকে বাঁচাতে সাহায্য করুন’, ‘পোশাকের দাম বাড়িয়ে আমাদের ঈদের আনন্দ নষ্ট করবেন না’ ইত্যাদি ব্যতিক্রমধর্মী লেখা সম্বলিত প্লাকার্ড বহন করেন। এ সময় জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের বলেন যে, আমরা গরম মসলাসহ কয়েকটি পণ্যের অত্যধিক দামে বিক্রির তথ্য পেয়েছি। কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান শুরু হবে।

রমজান উপলক্ষে কোনো জিনিস অতিরিক্ত দামে বিক্রি করা হলে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রতিটি বাজারে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যখন যেখানে অনিয়ম চোখে পড়বে, তখনই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com