বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি॥ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে ভুলতা, গাউছিয়া, ইছাখালী, মাঝিনা নদীর পার, নগরপাড়া সহ উপজেলার বিভিন্ন এলাকায় র্যালী বের করা হয়। আলহাজ্ব আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব জাকির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেফাজ উদ্দিন, শাহদাত হোসেন, হাজ্বী আব্দুল আজিজ, আবুল বাশার মোল্লা, নেসার উদ্দিন, আহমেদ রেজা, ইমাম উদ্দিন, নাহিদুল ইসলাম, হাসান মোল্লা প্রমূখ।
এসময় হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্য দোয়া করা হয়। এসময় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্য দোয়া করা হয়।
অপরদিকে, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুফতি মোহাম্মদ আবু সুফিয়ান, মাওলানা সিদ্দিকুর রহমান, রূপগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, মাওলানা শামসুল হক, হুমায়ন কবির, আব্দুল কাদির, মিজানুর রহমান, নুরুল ইসলাম, আনোয়ার, আফজাল হোসেন, আব্দুর রশিদ, আতাউর রহমান সানী, জিন্নাত হোসেন জনি, সূজন মিয়া, সাইদুর রহমান প্রমূখ।