শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

পপ ছেড়ে রক গাওয়ার ঘোষণা লোভাটোর

বিনোদন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ গায়িকা ডেমি লোভাটো এখন থেকে আর এই ঘরানার গান করবেন না। বরং এখন থেকে রক গান গাওয়ার ঘোষণা দিয়েছেন এই গায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামে এক কপি ছবি দিয়ে তার ক্যাপশনে লোভাটো যা লিখেছেন তার অর্থ দাঁড়ায়-‘আমার পপ গানের শেষকৃত্য।’

খুব শিগগিরই রক ঘরানার নতুন গান প্রকাশের ইঙ্গিতও দিয়েছেন তিনি। এরইমধ্যে নতুন গানের টিজারও প্রকাশ করেছেন তিনি।

যদিও এখন পর্যন্ত এ প্রসঙ্গে গায়িকা পরিস্কার করে কিছু বলেননি, ‘যখন খুশি, যেমন খুশি গান শুনতে পারবেন। নিয়ম ভাঙতে হবে।’

‘হার্ট অ্যাটাক’ গায়িকা ডেমি লোভাটোকে তার প্রজন্মের অন্যতম সেরা গায়িকা মনে করা হতো। বিশেষ করে তার ব্যতিক্রমী কণ্ঠ দ্রুতই মন জয় করে শ্রোতাদের। কিন্তু মাদকাসক্ত হয়ে বারবার ক্যারিয়ারে বিঘ্ন ঘটিয়েছে তিনি। ২০১৮ সালে অতিরিক্ত পানাহারে একবার মরতেও বসেছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ডোন্ট ফরগেট’ অ্যালবাম দিয়ে গানের দুনিয়ায় পা রাখেন ডেমি লোভাটো। এরপর গেল এক যুগে মুক্তি পেয়েছে তার আরও ছয়টি অ্যালবাম। সব অ্যালবামেই পপ ঘরানার গান গেয়েছেন তিনি। এবার পপকে বিদায় বলে আসছেন রক গান নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com