শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ পদ্মার ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার রাত ১১টার দিকে পদ্মা নদীর তীব্র স্রোতে স্বাস্থ্য কমপ্লেক্সটি নদীগর্ভে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, গত বছর ভবনটি নদী থেকে ১৫০ গজ দূরে ছিল। তখন লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম।
স্বাস্থ্য কমপ্লেক্সটি পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষা করতে এ বছরও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদনটি পানি উন্নয়ন বোর্ডে পাঠান। কিন্তু সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্বাস্থ্য কমপ্লেক্সটি নদীগর্ভে চলে গেছে।