বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ডটকম ॥ শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সাইক্লিংয়ে আলো ছড়িয়ে দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে খুশি মনে বাড়ি ফিরছিলেন মাশরাফি হোসেন মারুফ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাড়ি ফেরা হলো না তার।
ট্রেন থেকে বন্ধুদের নিজের বাড়ি দেখাতে গিয়ে পা পিছলে পড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই উঠতি সাইক্লিস্ট। মঙ্গলবার ভোরে ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়ে প্রাণ হারান মারুফ।
রংপুর বিভাগের সাইক্লিং খেলোয়াড় জনাব মোঃ মাশরাফি হোসেন মারুফ গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে খেলা শেষে ঢাকা থেকে বাড়ী ফেরার পথে মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ১৬ বছর বয়সী এই সাইক্লিস্টের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী স্বপ্ন।
“যুব গেমসে কালই সে তিনটি পদক পেয়েছে, খেলেছে রংপুর বিভাগের হয়ে। রাত্রেই ট্রেনে বাড়ি ফিরছিল, দিনাজপুর ট্রেন স্টেশনে ঢোকার কিছু আগে তার বাড়ি, ওই সময় সে দরজার কাছে গিয়ে বন্ধুদের নিজের বাড়ি দেখাচ্ছিল। ওই সময়ই সে পা পিছলে পড়ে গিয়ে স্পট ডেড হয়ে যায়।”