শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ অবশেষে তুরস্কের কোনিয়ায় চলমান ইসলামিক সলিডারিটি গেমস থেকে একটি পদক পাওয়া নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আর সেই পদকটি আসতে যাচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় ডিসিপ্লিন আরচারি থেকে। পদকের লড়াইয়ে বাংলাদেশের তিন আরচার।
আরচারির কম্পাউন্ড নারী দলগত বিভাগের ফাইনালে খেলবেন রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান। তুরস্কের কোনিয়াতে লক্ষ্যভেদে নামেন তারা। কম্পাউন্ড নারী দলগতে ১০ জন আরচার অংশ নেন। ১০ জনের মধ্যে স্বাগতিক তুরস্ক ও বাংলাদেশের ৩ জন করে আরচার ছিলেন। তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়েমেন ও ইরান দলে ৩ জন করে আরচার না থাকায় না খেলেই ফাইনালে উঠে বাংলাদেশ। দুইয়ের অধিক দল না থাকায় ব্রোঞ্জপদক লড়াইও হবে না বলে জানা গেছে। ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে পদকের লড়াই। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের রোকসানা আক্তার শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন।
৬০ তীর পর্যন্ত তিনি প্রথমে ছিলেন। পরবর্তীতে অবশ্য তিনি পঞ্চম হন। বাই পেয়ে কোয়ার্টারে ওঠেন। তার প্রতিপক্ষ তুরস্কের সেভিম। নারী ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে কোয়ার্টারে ওঠেন শ্যামলী রায়ও। কম্পাউন্ড এককে বাংলাদেশের আরেক আরচার জামান পুষ্পিতা প্রি-কোয়ার্টারে খেলবেন মালয়েশিয়ার হালিম নুরের সঙ্গে।
রিকার্ভ একক কোয়ালিফিকেশনে বাংলাদেশের তিন পুরুষ আরচার দ্বিতীয় রাউন্ডে ওঠেন। সুদানের আরচারকে বাংলাদেশের সাগর ইসলাম ৬-০ সেটে হারিয়ে এবং রোমান সানা ও আবদুল হাকিম রুবেল বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন। কাল দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।