মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় আগামী ২৭ হতে ২৯ মার্চ-২০২২ পর্যন্ত টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে “তীর ১৩তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২২” অনুষ্ঠিত হবে।
‘দেশী এবং বিদেশী বিভিন্ন টুর্নামেন্টে পদকজয়ীদের জন্য আমরা আর্থিক পুরস্কারের নীতিমালা তৈরি করেছি। “তীর ১৩তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২২” উপলক্ষে বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সিটি গ্রুপের র্নিবাহী পরিচালক ( বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রশিদ্জ্জুামান সেরনিয়াবাত ও টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মো: কামরুল ইসলাম এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ও সিটি গ্রুপের কর্মকর্তাবৃন্দ। এদিকে ৪৫ দলের ১৯৬ আরচারের অংশগ্রহণে রবিবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা। যার মধ্যে রিকার্ভে ৮৫ পুরুষ ও ৫৯ নারী এবং কম্পাউন্ডে খেলবেন ৩০ পুরুষ ও ২২ নারী আরচার। দুই বিভাগে পুরুষ ও নারী একক, দলগত ও মিশ্র দলগতের দশটি ইভেন্টে ৩০ পদকের জন্য লড়বেন আরচাররা।