শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব হোসেন নেগাবান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কালিকাপুর পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব বরিশাল জেলার বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নের চর গজালিয়া গ্রাম এলাকার বাসিন্দা শাহ আলম নেগাবানের ছেলে।
রাজিবের সঙ্গে থাকা সজিব বলেন, দুই মোটরসাইকেল করে চার জন বাকেরগঞ্জ থেকে বরগুনার হরিণা গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব হেতালিয়া বাধঘাট অতিক্রমের সময় দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহান বলেন, মাথায় রক্তক্ষরণে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ বলা যাবে। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার (ওসি তদন্ত) নূরুল আমিন বলেন, রাতে পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজিব নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর সাইদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।