সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

পঞ্চম ধাপ ইউপি নির্বাচন: মধুখালীতে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে অনুষ্ঠানে কোন প্রকার অন্যায়, অনিয়ম বর্দাস্ত করা হবে না মর্মে হুশিয়ারি করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে অংশগ্রহণকারি প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শামিম আরা, রিটার্নিং অফিসার রাসেদুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, প্রার্থীদের মধ্যে মো. মতিয়ার রহমান খান, মোল্যা মো. ইসহাক, জাকির হোসেন মিয়া, মো. ইউসুফ মোল্যা, আঃ রহিম ফকির প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, এ ব্যাপারে প্রাথমিক ভাবে ইউএনও এবং ওসিকে খবর দিবেন তারা কাজ না করলে আমাকে এবং এসপি সাহেবকে বলবেন আমরা ব্যবস্থা নিব।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মধুখালী উপজেলা ৪টি ইউনিয়ন কামারখালী, বাগাট, রায়পুর এবং জাহাপুর এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com