বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

পঞ্চম ক্লাব বিশ্বকাপ জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে চারবার ক্লাব বিশ্বকাপ খেলে প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরারা পঞ্চমবার ফিফার প্রতিযোগিতায় অংশ নিয়ে আবারো জিতলো ট্রফি। শনিবার মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কার্লো আনচেলত্তির দল।

ভিনিসিউস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দে জোড়া গোল করেছেন। তাতে নিশ্চিত হয় রেকর্ড বাড়িয়ে নেওয়া পঞ্চম ট্রফি। এশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীরা। ২০ মিনিটের মধ্যে ২-০ তে এগিয়ে যায় তারা ভিনিসিউস ও ভালভার্দের পাঁচ মিনিটের ব্যবধানের গোলে।

সৌদি আরবের প্রথম দল হিসেবে ফাইনালে অংশ নেওয়া আল হিলাল ম্যাচে উত্তেজনা ফেরায় মোসা মারেগার গোলে। মাদ্রিদ দ্বিতীয়ার্ধে করিম বেনজেমা ও ভালভার্দের চার মিনিটের ব্যবধানে দুটি গোলে ব্যবধান আরো বাড়ায়। ম্যাচের তখনও আরো ৩০ মিনিট বাকি। সহজ জয় সুনিশ্চিত।

তবে ভিনিসিউসের দ্বিতীয় গোলের আগে-পরে লুসিয়ানো ভিয়েত্তোর জোড়া গোল রিয়ালকে চমকে দিয়েছিল। শেষ দিকে মারেগা আরেকটি সুযোগ নষ্ট না করলে নাটক জমে যেতো।

শেষ পর্যন্ত প্রাপ্য জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। ক্লাব বিশ্বকাপের ফাইনালে হয়েছে রেকর্ডসংখ্যক আট গোল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com