রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি:: হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ বইছে। হঠাৎ হিমেল হাওয়া বৃদ্ধির ফলে উত্তরের হিম শীতল বাতাসের কারণে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। এতে বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। বেশী বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি হওয়ার কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় এজেলায় শীতের তীব্রতা বেশি থাকে। হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করে। ফলে কনকনে শীত অনুভূত হয়।

এদিকে উত্তরের হিমেল হাওয়া গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে, বেড়েছে কিছুটা কুয়াশাও তবে কমেনি শীতের তীব্রতা। দিন ভর সূর্যের আলো থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে আবারও শুরু হয় শীতের তীব্রতা। ফলে শীতবস্ত্রের অভাবে চরম বিপাকে পড়েছেন গরিব, অসহায় ও শীতার্ত মানুষেরা।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকে সকাল পর্যন্ত এ জেলার নিম্নআয়ের মানুষরা কাজের সন্ধানে বের হন, ঠিক এই সময়টাতে সবচেয়ে বেশী শীত, কুয়াশা ও হিমেল হাওয়া বয়ে যায়। ফলে কনকনে শীতে অনেকেই কাজে যেতে পারছেন না। আর অনেকে কাজে যেতে পারলেও বেশীক্ষণ কাজ করতে পারছে না। এছাড়া পরিধানের মোটা কাপড়ের অভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাই এই মুহুর্তে শীতবস্ত্রের দাবি জানাচ্ছেন তারা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তরে হিমেল হওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করছে এ জেলায়। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও দুই-একদিনের মধ্যে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com