রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

পঞ্চগড়ে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি॥
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যে পঞ্চগড়ে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ।

শনিবার (২৫মে) দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় সদর উপজেলার ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনকে হারিয়ে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের প্রথম বক্তা স্বাগতা সরকার সেরা বক্তা নির্বাচিত হন।

পরে শেষে বির্তক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পঞ্চগড় জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালিদ তৌহিদ পুলক।
এসময় পঞ্চগড় জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা, প্রবীণ গণমাধ্যেমকর্মী শহীদুল ইসলাম শহীদ সহ কমিটির অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com