শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল কর্মীর

নিহত ছাত্রদল কর্মী জয়

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড় সদরে ছাত্রদল কর্মীদের মধ্যে অভ‍্যান্তরীন দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৮) নামে এক ছাত্রদল-সমর্থিত কর্মী নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকার আলী চটপটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জয় পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা ও মৃত জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পঞ্চগড় বাজারের ফল হাটিতে একটি আড়তে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মী আল-আমিন ও পারভেজের সঙ্গে জয়ের ব্যক্তিগত বিরোধ ছিল। দুপুরে শহরের টিনপট্টি এলাকায় এই তিনজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও রাতেই মোবাইল ফোনে জয়কে সিনেমা হল মার্কেটে ডেকে নেয়া হয়। সেখানে আল-আমিন ও পারভেজের সঙ্গে পুনরায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com