মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

নৌকা প্রতীক পেয়েই মধুখালীতে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারণা

সামাদ খান, মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি :  সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনী প্রতীক পেয়েই মাঠে নেমেছে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগ।

প্রথম দিনে প্রচারণার অংশ হিসেবে উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক গণসমাবেশ ঘটান গাজনা ইউনিয়ন আওয়ামীলীগ।

সাবেক ছাত্রনেতা রইচ উদ্দিন ফকিরের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল র‌্যালী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী মো.আব্দুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন বিশ্বাস,মোঃ মামুন রহমান, গাজনা ইউ নিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামাল মোল্যা, গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিক, মৎসজীবীলীগের আহবায়ক মহসিন বিশ্বাস কালু, সাবেক ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সাম্পিন প্রমুখসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com