সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

নোয়াখালীতে একদিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীতে একদিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) কবিরহাট, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে। এ নিয়ে গত তিনদিনে জেলায় পানিতে ডুবে নয় শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলো- কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭), সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. হোসেনের মেয়ে রিয়া বেগম (৯), সালাউদ্দিনের মেয়ে নাসরিন আক্তার (১১), হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের লামছরি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে নিহা (৫) ও কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর (৩)।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার উল আলম বলেন, ‘দুপুরে রিশাদ ও রিশান পুকুরের পাশে খেলছিল। হঠাৎ রিশাদ পা পিছলে পুকুরে পড়ে গেলে ছোট ভাই রিশান তাকে তুলতে যায়। পরে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।’

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘নিহা পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সুবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামের রিয়া বেগম ও তার চাচাতো বোন নাসরিন আক্তার পুকুরের পানিতে পড়ে যায়। তারা কেউ সাঁতার জানত না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়ারেছ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, ‘বাড়ির সবার অগোচরে গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর পানিতে পড়ে মারা যায়।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com