রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

নেহা কাক্করের সংসারে ভাঙ্গনের সুর

বিনোদন ডেস্ক:: ‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী নেহা কাক্কর। ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা। এদিকে, জোর গুঞ্জন উড়ছে— ভেঙে যাচ্ছে নেহা-রোহানের সংসার।

মূলত, গত ৬ জুন ছিল নেহা কাক্করের জন্মদিন। এ উপলক্ষে রাত ১২টা বাজতেই অভিনেত্রীর বাড়িতেই শুরু হয় উদযাপন। এদিন ৩৫ বছরে পা দেন নেহা। ক্রিকেটার উজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচলকেও দেখা যায় মধ্যরাতের পার্টিতে।

আত্মীয়-স্বজনের ভিড়ে সবাই খুঁজছিলেন নেহার স্বামী রোহানপ্রীত সিংকে। কিন্তু জন্মদিনের পার্টির কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে। রোহানপ্রীতও নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রীকে শুভেচ্ছা জানাননি। তারপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন রোহান? তবে কি আলাদা থাকছেন তারা? নেটদুনিয়ায় এ নিয়ে জোর চর্চা হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি নেহা।

উল্লেখ্য, চণ্ডীগড়ে দেখা হয় নেহা আর রোহানের, প্রথম দেখাতেই প্রেম। রোহান নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট। কিন্তু বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সর্বশেষ তারা সাতপাকে বাঁধা পড়েন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com