শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান

স্পোর্টাস ডেস্ক:: ভারতের বিপক্ষে হারের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু করার পর দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি পাকিস্তান। অবশেষে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৯১ রান তুলে ডাচরা। জবাবে ৬ উইকেট ৩৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাবর আজমরা।

মাত্র ৯২ রানের মামুলি টার্গেটকে সামনে রেখেও ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন পাকিস্তানি ওপেনার ও দলনেতা বাবর আজম। আউট হওয়ার আগে করেন মাত্র ৪ রান। এদিকে দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ান-ফখর মিলে দলকে জয়ের ভিত এনে দেন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি কেউই। ২০ রানে ফখর ৪৯ রানে ফেরেন রিজওয়ান। শান মাসুদের ব্যাটে এসেছে ১২ রান।

এদিকে ইফতেখার ও শাদাব খান মিলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৬ রানে ইফতেখার ও ৪ রানে শাদাব অপরাজিত থাকেন।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের দলনেতা স্কট এডওয়ার্ডস। কিন্তু দলনেতার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি ডাচ টপার্ডার ব্যাটাররা। ৬ রানে স্টিফেন মাইবার্গ, ৮ রানে ম্যাক্স ওডুড ও ১ রানে আউট হন টম কুপার। আর ৬ রানে রিটায়ার্ড হার্ট হন ডি লিড।

ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন দলনেতা স্কট এডওয়ার্ডস ও কলিন অ্যাকারম্যান। পুরো ইনিংসে এই দুই ব্যাটারই কেবল পেরেছেন দুই অঙ্কের ঘর স্পর্শ করতে। সর্বোচ্চ ২৭ রানের ইনিংসটি খেলেন কলিন অ্যাকারম্যান। আর স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে এসেছে ১৫ রান। বাকি ব্যাটারদের মধ্যে ৫ রানে ভ্যান ডার মারউই, ৫ রানে টিম প্রিঙ্গল, শূন্য রানে ফ্রেড ক্লাসেন ও ৭ রানে আউট হন ভ্যান ম্যাকারম্যান। আর ৬ রানে অপরাজিত থাকেন ভ্যান বিক।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শাদাব খান। মোহাম্মদ ওয়াসমি জুনিয়র নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com