মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়া নেদারল্যান্ডকে ৩২৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুই কিউই ব্যাটার সেঞ্চুরি করলেও আজ কোনো ব্যাটার সেঞ্চুরির দেখা পায়নি। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনজন। তাদের এই রানের ওপর বর করেই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান করে নিউজিল্যান্ড। জয়ের জন্য নেদারল্যান্ডের প্রয়োজন ৩২৩।
আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে আজ ওপেনিংয়ে নামেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। শুরু থেকে এই দুই ওপেনারের ওপর চড়াও হন আরিয়ান দত্ত ও রায়ান ক্লেইন। প্রথম তিন ওভারে এই দুই বোলারের দাপটে রান নিতেই পারেনি নিউজিল্যান্ডের দুই ওপেনার।
কিন্তু এরপরেই শুরু হয় নিউজিল্যান্ড ঝড়। দুই ওপেনার চড়াও হতে থাকেন ডাচ বোলারদের ওপর। ৭ ওভার তিন বলেই দলীয় ৫০ রান পূর্ণ করে কিউইরা।
কিন্তু এরপরেই ছন্দপতন ঘটে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে। দলীয় ৬৭ রানে আউট হয়ে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে। ৪০ বলে ৩২ রান করে ফিরে যান তিরি।
এরপর আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রকে সঙ্গে দিয়ে লড়াই করতে থাকেন উইল ইয়ং। এরে মাঝেই ইয়ং তুলে নেন তার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি।
সেঞ্চুরির আশা জাগানো ইয়ংকে ৭০ রানেই সাজঘরে ফেরান পল ভ্যান মেকিরেন। দলীয় ১৪৪ রানে ফিরে যান ৮০ বলে ৭০ করা ইয়ং। ভাঙে রাচিন রবীন্দ্রর সঙ্গে তার ৮৪ বলে ৭৭ রানের জুটি।
এরপর ড্যারেল মিচেলকে নিয়ে জুটি গড়েন রাচিন রবীন্দ্র। গত ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন এই ম্যাচে তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধ শতক। ৫০ বলে ৫০ করেন তিনি। যার মধ্যে রয়েছে তিনটি চার ও একটি ছয়ের মার।
অর্ধ শতক করে রাচিন রবীন্দ্রও পথ ধরেন প্যাভিলিয়নের। ৫১ রান করা রাচিন ফেরেন রলফ ফন ডার মারউইর শিকার হয়ে। এতে করে মিচেলের সঙ্গে রাচিনের ৪১ রানের জুটি ভেঙে যায়।
এরপর টম লাথামের সঙ্গে জুটি বাধেন ড্যারেল মিচেল। নিজের ব্যক্তিগত অর্ধ শতক থেকে মাত্র দুই রান দূরে থাকা মিচেল সাজঘরে ফিরে যান পল ভ্যান মেকিরেনের শিকার হয়ে। ভেঙে যায় লাথামের সঙ্গে তার ৫৩ রানের জুটি।
ড্যারেল মিচেলের পর বেশিসময় ক্রিজে থাকতে পারেননি গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপমান। মিচেরের পথ ধরে তারাও পিরে যান সাজঘরে। চার বলে খেলে ৪ রান করেন গ্লেন ফিলিপস আর ১৩ বলে ৫ রান করেন মার্ক চ্যাপম্যান।
২৫৪ রানে ৬ উইকেট হারানো নিউজিল্যান্ড দলের হাল ধরেন টম লাথাম। মিচেল স্যান্টনারকে নিয়ে একাই লড়তে থাকেন। ৪৩ বরে তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি।
কিন্তু এরপর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ৪৬ বলে ৫৩ রান করে আরিয়ান দত্তের শিকার হয়ে ফিরে যান সাজঘরে। ২৯৩ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড শেষ পর্যন্ নির্ধারিত ৫০ ওভারে ৩২২ রান করতে সক্ষম হয়।