রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি:: নেত্রকোনায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
সোমবার (২৩ মে) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া (৩৫) ও সুপারভাইজার সুহেল মিয়া (২৫)। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টায় চল্লিশা এলাকায় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক মারা যান। গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুপারভাইজারের মৃত্যু হয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া বলেন, আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ভেতরে আটকে থাকা একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাকটি অতিরিক্ত ধানবোঝাই থাকায় উদ্ধারে সময় লাগছে। ময়মনসিংহ থেকে রেকার আনা হচ্ছে। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে।
নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।