বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে ধানবাহী ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশের গণমাধ্যম শাখার দেয়া তথ্যমতে, পূর্বধলার আতকাপাড়া একটি পেট্রোলপাম্পের কাছে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে বস্তা ভর্তি ধানবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘাতক চালক ও তার সহকারীকে আটকের পাশাপাশি ট্রাক ও ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশাকে জব্দ করে পূর্বধলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে, গভীর রাতে ট্রাকচাপায় নিহত হন মুহিত খান ও আনোয়ার হোসেন। মুহিত পূর্বধলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমান’র ছেলে ও আনোয়ার জালশুকা গ্রামের মজিবুর রহমান’র ছেলে।