বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
নেত্রকোণা প্রতিনিধি:: নেত্রকোণায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১ বছর মেয়াদী এই আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল এককভাবে সকল পদে বিজয়ী হয়। এই নির্বাচনে মোট ৩৩৯ ভোটের মধ্যে ২২৭ ভোট কাস্ট হয়। মোট ১৫ পদের মধ্যে লাইব্রেরী সম্পাদক পদে এ্যাডভোকেট কিশোয়ার শিম্মী বিনা প্রতিদ্বন্ধীতায় জয়ী হয়।
তাছাড়া অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির ২০২৩ এর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এই প্রথম এককভাবে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয় লাভ করে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট ব্যোমকেশ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মহিদুর রহমান তালুকদার লিটন।