রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
নেত্রকোণা প্রতিনিধি:: নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকালে নেত্রকোণা ছোট বাজারস্ত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কর্মসূচি সূচনা করা হয়।
জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন (ভিপি লিটন)
পরে উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শুভযাত্রা ও রেলির আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন ইউনিট থেকে হাজর হাজার নেতাকর্মী মিছিল সহকারে দলীয় কার্যালয়ে এসে সমবেত হতে থাকে পরে নেত্রকোনা ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলী ও আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু প্রশান্ত কুমার রায় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী সংসদ নির্বাচনে নেত্রকোণার পাঁচটি আসন শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও তৃণমূলের নেতাকর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার শহীদ মিনারে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।