রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
নেত্রকোণা প্রতিনিধি:: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বড়ি নামক স্থানে মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রওশন আরা (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুন) সকালে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা বড়ি রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রওশন আরা বারহাট্টার পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার খিলা গ্রামের মুসলিমের মেয়ে মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রওশন আরা স্বামী পরিত্যক্তা ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তিনি তার বোনের বাড়ি বেড়াতে যাবার কথা বলে আজ সকালে বাড়ি থেকে বের হয়ে আসে।
মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন বড়ি রেল ক্রসিং এলাকা ত্যাগ করার পর স্থানীয়রা রেললাইনে তার কাটা পড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।