বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন

নেএকোনায় হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

নেএকোনা প্রতিনিধি:: নেত্রকোণার মদনে প্রত্যেক পরিবারকে সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) প্রকল্পের আওতায় ৯ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়।

শনিবার দুপুরে উপজেলার খাগুরিয়া উচ্চ বিদ্যালয় ও বরাটি মোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

এ সময় দারিদ্র বিমোচনের লক্ষে উপজেলার চানগাঁও, কাইটাইল ও নায়েকপুর ইউনিয়নের সহায়-সম্বলহীন ৯৩৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৮৪ লাখ ৫১ হাজার টাকা বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও আ’লীগ নেতা সাজ্জাদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, মদন উপজেলা আ’লীগ নেতা ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আর্নিক, সাবেক জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফি আহম্মদ খান বাবু, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, এসডিএফ এর আঞ্চলিক পরিচালক মোঃ আবুল হোসেন, জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন ও ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন প্রমূখ।

সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অসচ্ছল হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান সাজ্জাদুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com