বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের প্রথম সারির একাধিক ফুটবলার যোগ দিয়েছেন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার।
গোল ডট কম জানিয়েছে, প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও চলতি বছরেই আল হিলালে যোগ দিতে পারেন এই ব্রাজিলীয় স্ট্রাইকার।
চোট সারিয়ে কিছু দিন আগে মাঠে ফিরেছেন নেইমার। ভাইরাল সংক্রমণ হওয়ায় রবিবার পিএসজির হয়ে লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে পারেনি তিনি। সংক্রমণের জন্য দিন দুয়েক একা অনুশীলন করছেন।
এর মধ্যেই ফ্রান্সের এক সংবাদপত্র দাবি করেছে যে, সৌদি আরবের পেশাদার লিগের ক্লাব আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করতে রাজি হয়েছেন নেইমার। ফ্রান্সের ক্লাবটিও তাকে ছেড়ে দিতে রাজি।
সংবাদপত্রটির দাবি অনুযায়ী, দুই বছরের জন্য আল হিলাল নেইমারকে দেবে ১৬০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৪৫৩ কোটি ২৩ লাখ টাকা। নেইমারের জন্য প্যারিস সেন্ট জার্মেই কত টাকা ট্রান্সফার ফি নেবে, তা অবশ্য জানাতে পারেনি সংবাদপত্রটি।
যদিও সৌদি আরবের ক্লাব ফুটবলে নেইমারের যোগ দেওয়ার ব্যাপারে আল হিলাল, পিএসজি বা ব্রাজিলীয় তারকার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
লিওনেল মেসি পিএসজি ছাড়ার পর থেকে শোনা যাচ্ছিল নেইমারও ক্লাব ছাড়তে পারেন। তিনি চেয়েছিলেন পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে। স্পেনের ক্লাবটির কর্তৃপক্ষের সঙ্গে নেইমার যোগাযোগও করেছিলেন।
সূত্রের খবর, মেসিকে ফেরাতে বার্সেলোনা কর্তৃপক্ষ যতটা আগ্রহী ছিলেন, নেইমারের ক্ষেত্রে ততটা ছিলেন না। পরে বিশাল টাকার প্রস্তাব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন আল হিলাল কর্তৃপক্ষ।
কয়েক দফা আলোচনার পর দুই পক্ষ সম্মত হয়েছেন। সরকারিভাবে অবশ্য এখনও চুক্তি হয়নি। উল্লেখ্য, প্রথমে মেসিকে প্রস্তাব দিয়েছিলেন আল হিলাল কর্তৃপক্ষ। কিন্তু, তিনি রাজি হননি।
নেইমার কবে আল হিলালে ঠিক কবে যোগ দেবেন, তা নিশ্চিত করে জানাতে পারেনি ফ্রান্সের সংবাদপত্রটি। মনে করা হচ্ছে, ফুটবলার গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো চলাকালীন নেইমার যোগ দেবেন সৌদি আরবের ক্লাবটিতে।
ছয় বছর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। ওই বছরে মোনাকো থেকে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেও।
রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার পর করিম বেনজেমা, সাদিও মানে, জর্ডান হেন্ডারসনের মতো ফুটবলারেরা যোগ দিয়েছেন সৌদির বিভিন্ন ক্লাবে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে নেইমারের নাম।