বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : যশোর জেলার সনাতন ধর্মালম্বী মানুষের অন্যতম পুণ্যভূমি ঐতিহ্যবাহী নীলগঞ্জ মহাশশ্মানে সনাতনীদের শেষকৃত্য সম্পন্ন করবার জন্য ‘‘সাহা জুয়েলার্স ’’ এর অর্থায়নে নতুন একটি নান্দনিক ‘‘অন্তুষ্টি চিতা’’ তৈরির কাজ উদ্ভোধন করা হয়।
গতকাল প্রথম ঢালাই এর মাধ্যমে এই কাজের শুভ উদ্ভোধন করেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও নীলগঞ্জ মহাশশ্মানের প্রধান পরামর্শক মোহিত কুমার নাথ।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, নীলগঞ্জ মহাশশ্মান কমিটির সভাপতি সুখেন মজুমদার, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দেবনাথ রতি, সহ-সভাপতি সুশান্ত বিশ্বাস ও বিমল রায়, যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ বিশ্বাস সন্তু ও উত্তম ধর, সাংগঠনিক সম্পাদক সুব্রহ গুহ টুটুল ও শুভ চক্রবর্তী মিন্টু, সমাজকল্যান বিষয়ক সম্পাদক অশোক চক্রবর্তী এবং দপ্তর সম্পাদক সুমন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।