মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয় ॥ তাসকিনের আইপিএল ইস্যুতে মাশরাফি

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয় : তাসকিনের আইপিএল ইস্যুতে মাশরাফি তাসকিন আহমেদকে বোলিংয়ে ভুল শুধরে দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইনডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েও দেশের খেলার কথা বিবেচনা করে খেলতে যাননি বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। তাতে করে প্রশংসা কুড়াচ্ছেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও প্রশংসায় ভাসাচ্ছেন তাসকিনকে। সঙ্গে এটাও বলছেন, নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়।’ তাসকিন যে দেশের স্বার্থ সবার আগে বিবেচনায় এনেছেন এজন্য সাধুবাদ জানান মাশরাফি, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে। কারন, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত।

যদিও পৃথিবী চলছে বিপরীতমুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই।’ ‘শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরী।’ ‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। তিনবছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো।

সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও।’ ‘দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারন, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবেনা তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।’

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com