বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মাঠে থাকবে বিজিবি, সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷
বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঢাকার নবাবগঞ্জের পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান পরিদর্শনকালে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
তিনি আরও বলেন, যারা ভোটগ্রহণে দায়িত্ব পালন করবে তাদেরকে অবশ্যই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে৷
পরে, নবাবগঞ্জের কলাকোপায় ব্রজ নিকেতন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
এসময় ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, সহকারী কমিশনার(ভূমি) আঃ হালিম, ওসি মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।