রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে একাদশ সংসদ নির্বাচন সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, গণতান্ত্রিক বিশ্ব যে নির্বাচন স্বীকৃতি দিয়েছে। সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর। এই নির্বাচন আন্তর্জাতিক ভাবে গণতান্ত্রিক বিশ্বে, ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো এমন কি পাকিস্থান পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। দুনিয়ার ডেমোক্রেসি জাতি গুলো ও সব গণতান্ত্রিক দেশী বাংলাদেশের এ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রসংশা করেছে, সমর্থিত করেছে। এমতাবস্থায় এধরণের দাবি হাস্যকর ছাড়া আর কিছু নয়। ঐক্যফ্রন্টের সংলাপ অভিযোগ ভিত্তিহীন।
তিনি গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভার ও চারলেনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- ঢাকা সড়ক ও জনপথ বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপদের কর্মকর্তারা।