বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি:: যশোরে নিজের বাড়ির সামনে সাদী (৩৩) ন্যমে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার রাত সাড়ে ১১টায় শহরের রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। নিহত সাদী রেলগেট এলাকার শওকতের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী চাঁদা দাবি করেছিল সাদীর কাছে। তার জেরেই সোমবার রাতে সাদীকে নিজবাড়ির সামনে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা সাদীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে মারা যান সাদী।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পারিদির্শন করেছেন । ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com