শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

নিজের যোগ্যতা দিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করতে হবে— বীর বাহাদুর উশৈসিং

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, চাকরিতে কারো সুপারিশ নয় নিজের যোগ্যতা দিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করতে হবে। এক সময় পার্বত্য বান্দরবান জেলাকে পিছিয়ে পড়া জেলা বলা হতো, এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে এখন বান্দরবান জেলার প্রত্যান্ত অঞ্চলে উন্নয়নের সুফল ভোগ করছে পার্বত্য এলাকার মানুষ। এই সরকারের আমলে জেলার উপজেলা গুলোতেও সরকার শিক্ষার প্রসারের জন্য স্কুল কলেজ গড়ে তুলেছেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে, আগামীতে দুরদুরান্তের শিক্ষার্থীদের আবাসিক সমস্যার কথা মাথায় রেখে প্রত্যেক কলেজে আবাসিক হোস্টেল সুবিধা রাখার পরিকল্পনা আছে। বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে সুগম করতে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রত্যেক শিক্ষার্থীকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বান্দরবানের লামা সরকারী মাতামুহুরী কলেজ ক্যাম্পাসে নবীণ বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়ছার, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোড নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাতসহ পদস্থ কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা।

এ সময় মন্ত্রী কলেজের কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও লামা পৌরসভার অর্থায়নে ২৩ কোটি টাকার ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com