মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে আরাফাত হোসেন বাপ্পি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শিশুর সৎ বাবা রুবেল পলাতক রয়েছে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় চৌয়ারা বাজার সংলগ্ন ধনাজোড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
বাপ্পির নানা জালাল বলেন, বাপ্পি আমার মেয়ের প্রথম সংসারের ছেলে। পরবর্তীতে চৌয়ারা বাজার সংলগ্ন ধনাজোড় গ্রামের রুবেলের সঙ্গে মেয়ের দ্বিতীয় বিয়ে হয়। ৭ দিন আগে তাদের নতুন সংসারে একটি সন্তান হয়।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে কৌশলে চকলেট ও সাইকেল চালানোর প্রলোভন দেখিয়ে বাপ্পিকে আমার বাড়ি ভাটপাড়া তারাপুর গ্রাম থেকে নিয়ে যায় রুবেল। তারপর তাকে হত্যা করে ধানক্ষেতে লুকিয়ে রাখে।
বাপ্পির মামা আল আমিন বলেন, বাপ্পি নিখোঁজ হওয়ার পর থেকে রুবেল আমাদের সঙ্গেই ছিল। শনিবার সকালে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করি। বাড়ির পাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমাদের রুবেলকে সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাপ্পির সন্ধান দেয়। আমরা তার দেওয়া তথ্য মতো স্থানে গিয়ে দেখি, আমার ভাগ্নের চোখ তুলে ঘাড় ভেঙে মেরে ফেলছে। এ সময় রুবেল পালিয়ে যায়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।