বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
মিরণ খন্দকার / কবির হোেসন, একুেশর কন্ঠ : দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় কন্টেইনার পোর্ট রোড, ঔষধ ফ্যাক্টরি মোড় থেকে নিউ ক্লাবের মো. মাসুম মিয়ার উদ্যোগে ঢাকা ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এর নির্বাচনী প্রচারণায় একটি মিছিল বের হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে নিউ ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যা ৬টার দিকে আবার নিউ ক্লাবে ফিরে আসে।
মিছিলে নিউ ক্লাবের সদস্যরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মিছিলে “নসরুল হামিদ বিপু, আমাদের ভবিষ্যৎ” স্লোগানে স্লোগান দেওয়া হয়। আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সকল ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা কর হয়।
মিছিলের উদ্যোক্তা মো. মাসুম মিয়া বলেন, “আমরা নসরুল হামিদ বিপুকে চতুর্থ বারের মতো ঢাকা-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে চাই। তার নেতৃত্বে আসন্ন নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।
নিউ ক্লাবের সভাপতি নসরুল হামিদ বিপু একজন জনপ্রিয় নেতা। তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, “নসরুল হামিদ বিপু একজন যোগ্য নেতা। তিনি আমাদের এলাকার উন্নয়নে কাজ করছেন। তাই আমরা তাকে চতুর্থ বারের মতো নির্বাচিত করতে চাই।”