বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ও ক্যামেরাপার্সনের উপর হামলায় জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ও সিনিয়র ক্যামেরাপার্সন শেখ জালালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।

বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় জামালপুর জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর, সাধারণ সম্পাদক ও দিনকালের সাংবাদিক মুকুল রানা, যায়যায়দিনের ইউসুফ আলী, নিউজ টুডে’র এম সুলতান আলম, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, যমুনা টিভি ও দেশ রুপান্তরের শোয়েব হোসেন, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, মাই টিভির শামীম আলম, বিজয় টিভির জুলের রানা, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা প্রমুখ।

এ সময় বক্তারা নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ও সিনিয়র ক্যামেরাপার্সন শেখ জালালের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোন বিচার না হওয়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com