সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

না ফেরার দেশে সাবেক এমপি সুলতান উদ্দিন ভূঁইয়া

রূপগঞ্জ প্রতিনিধি::

না ফেরার দেশে চলে গেলেন রূপগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ও জাতীয় পার্টির সাবেক এমপি সুলতান উদ্দিন ভূঁইয়া।

দীর্ঘদিন অসুস্থ থেকে শনিবার (১৩ জুন) ভোরে রাজধানী ঢাকার নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন।

তিনি ১৯৮৬ সালে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। ১৯৮৮ সালের হ্যাঁ-না ভোটেও তিনি নির্বাচিত হন। তিনি তৎকালীন ২২ পরিবার তথা ঐসময়কার শিল্পপতি গুলবক্স ভূঁইয়ার চতুর্থ ছেলে। তার বড় ভাই মজিবুর রহমান ভূঁইয়া ১৯৮৮ সালে জাতীয় পার্টির সময়ে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার ভাতিজা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর ভুলতা ঈদগাহ মাঠে ও বাদ আছর মুড়াপাড়া জানাজা নামাজের শেষে মুড়াপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com