বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ॥ নারায়ণগঞ্জে’র আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর ফজিলা বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করাছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকার মৃত আবদুল মালেকের স্ত্রী।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হক বলেন, নদী থেকে তার মৃতদেহটি ভাসতে দেখে মাছ ধরার জেলেরা থানার খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পরিবারের দেয়া তথ্যমতে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ৫ ফেব্রুয়ারী ফজিলা বেগম বাড়ির পাশে নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি ইঞ্জিনচালিত ট্রলারের পাখায় আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছেন। মৃতদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জেলেদের মাছ ধরার জালে ফজিলার লাশ ভেসে উঠে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।