বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

নাশকতার মামলায় কালীগঞ্জে যুবদল নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাসেল মিয়া (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ নভেম্বর) সকালের দিকে মানিক বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত রাসেল মিয়া উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকার মৃত আঃ বাছেদ আলীর ছেলে এবং চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

থনা পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাসেল মিয়ার বিরুদ্ধে অবরোধের নামে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকার বিরোধী শ্লোগান, নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগে তার নামে মামলা রয়েছে। সেই মামলার আসামী রাসেল মিয়াকে অভিযান চালিয়ে উপজেলার মানিক বাজার থেকে আটক করা হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর জানান, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি। এই আন্দোলনকে দমানোর জন্যই পুলিশ মিথ্যে মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। মামলা দিয়ে সরকার পতমের আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি যুবদল নেতা রাসলকে আটকের তীব্র প্রতিবাদ জানান।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির যুবদল সহ-সভাপতি রাসেল মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com