বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

নাশকতার তিন মামলায় খুলনা বিএনপির ৪৭ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা ব্যুরো:: নাশকতার তিনটি মামলায় খুলনায় বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলা বিএনপির ৪৭ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ আদেশ দেন।

এর আগে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আদালত জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এড. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা থানার পৃথক তিনটি মামলায় পাইকগাছা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বটিয়াঘাটা থানা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামানসহ ৪৭ নেতাকর্মী রয়েছেন।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম বলেন, খুলনার তিন থানায় দায়ের করা মামলায় ৬১ নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিল। গত ২২ জানুয়ারি তারা খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়। আদালত নথি তলব করে রোববার শুনানির দিন ধার্য করেছিলেন। আজ ৬১ জনের মধ্যে একজন অসুস্থ থাকায় ৬০ জন আদালতে হাজির হয়। তাদের মধ্যে ১৩ জনের জামিন মঞ্জুর করা হয়৷ বাকী ৪৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com