মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ প্রথম বারের মতো নারী বিশ^কাপে অংশ নেয়া বাংলাদেশ একমাত্র জয়টি পায় পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরেও চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সাতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ডে হওয়া এই বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দলও। প্রথমবারেই বাংলাদেশ বাজিমাত করেছে। পাকিস্তানকে হারিয়েছে। বাংলাদেশ আট দলের মধ্যে সপ্তম হয়েছে। আইসিসির বিশ্বকাপের ‘মোস্ট ভ্যালুয়েবল একাদশ’ একাদশ ঘোষনা করেছে। যেখানে বাংলাদেশ থেকে সালমা খাতুন জায়গা করে নিয়েছেন।
। এবার আসরের সেরা একাদশে জায়গা করে নিলেন সালমা খাতুন। আইসিসির বিশ্বকাপের ‘মোস্ট ভ্যালুয়েবল একাদশ’ একাদশ ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশ থেকে সালমা খাতুন জায়গা করে নিয়েছেন।
বৈশ্বিক এ টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ১৮.৮০ গড়ে ৯৪ রান করার সাথে বল হাতে ১০ উইকেট শিকার করেন। বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার করেন সালমা। আর তাতেই বিশ্বকাপের একাদশে সালমার সুযোগ হয়। একাদশে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং রয়েছেন। অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার একাদশে আছেন। দক্ষিণ আফ্রিকা নারী দলের তিনজন, ইংল্যান্ড নারী দলের দুইজন ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের একজন ক্রিকেটার রয়েছেন।
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক) (অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ) ও দ্বাদশ ক্রিকেটার : চার্লি ডিন (ইংল্যান্ড)।