মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

নারী টি-টোয়েন্টি সিরিজ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি সিরিজ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: নারী টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০টায়। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। তাই আজকের ম্যাচটি টাইগ্রেসদের জন্য মান বাঁচানোর লড়াই।

অন্যদিকে সিরিজ নিশ্চিত করা আইরিশ মেয়েরা রয়েছেন ফুরফুরে মেজাজে।

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলেও টি২০ সিরিজে নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ নারী দল। গত শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি২০-তে ৪৭ রানের পরাজয়ের ফলে সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।

এদিকে প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারা বাংলাদেশ শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে সিরিজ শেষ করতে চায়।

প্রথম টি২০তে বাংলাদেশ ভালো অবস্থানে থেকেও ১২ রানে হেরে যায়। আর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা।

বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com