সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি::

ঢাকা-সিলেট মহাসড়কের রুপগঞ্জের তারাব কর্ণোগোপ এলাকায় পিকআপ ভ্যানের সাথে নসিমনের মুখোমুুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৮জন।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

কাচঁপুর হাইওয়ে পুলিশের (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, রুপগঞ্জের কর্ণোগোপ এলাকায় কাচঁপুর থেকে ভুলতাগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত থেকে আসা নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালক রাব্বি (২৬) এবং পিকআপ ভ্যানে থাকা একটি গার্মেন্ট কোম্পানীর শ্রমিক শাহাবুদ্দিন (২৯) ও নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর (৩০) নিহত হয়। আহত হয় পিকআপ ভ্যানের চালক ও হেলপার।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দু‘টিকে সড়িয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরো জানান, নিহতের স্বজনরা কাচঁপুর হাইওয়ে থানায় এসে লাশ সনাক্ত করে আবেদন করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com