সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিআইখোলা এলাকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিআইখোলার আনোয়ার হোসেনের বাড়ির ৬ তলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাসরিন (২৭) ও তার দুই শিশু সন্তান নুসরাত (৬) ও খাদিজা (২)। এছাড়া অজ্ঞাত একটি শিশুকে গলা কাটা অবস্থায় পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।

নিহত নাসরিনের স্বামী সুমন স্থানীয় একটি তেলের পাম্পে চাকরি করে।

নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মেহেদী হাসান ইমরান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক, পরিদর্শক আজিজুল হক ও মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহের পর সংবাদকর্মীদের ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com