রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মৃত আনছর আলীর ছেলে কাজম আলী (৬৫) এবং তার স্ত্রী জমেলা (৫৫)। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
জানা যায়, নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে।
এদিকে, এক সাথে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।